তার মাঝেই একবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল সাকিব আল হাসানকে ডেকে নিয়ে কথা বলতে। শেষ ম্যাচের আগে তারা উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
মিরপুরে প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাড়ে ছয় বছর পর দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশের শঙ্কা জেঁকে বসেছে। কাকতালীয়ভাবে ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই টাইগাররা সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল। আর দেশের মাটিতে ওয়ানডেতে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ২০১২ সালে পাকিস্তানের কাছে।
এসব কারণেই আজ বেশ সিরিয়াস দেখাল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। শেষ ম্যাচ জিততে তারা মরিয়া।
সবাই মিলে উইকেটে গিয়ে কিছুক্ষণ পরামর্শ করেন। বোঝাই যাচ্ছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সাকিবের মতটাও গ্রহণ করেন তামিম।