রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা ঠিকাদার বিল্লাল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ই মার্চ রাতে ঠিকাদার বিল্লাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত বিল্লাল হোসেনের বোন তাসলিমা আক্তার বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। তাই মানববন্ধন থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিল্লাল হোসেনের মা বিলকিস বেগম, বোন তাসলিমা আক্তার, ছোট ইরফান আহমেদসহ এলাকাবাসী, বন্ধমহলরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটিত হবে। সট- নিহতের বোন, মা ও বন্ধু