নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক বিরোধের জেরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মনির হোসেন সহ স্থানীয়দের বিরুদ্ধে ইউপি সদস্য সোহেল রানাগং এর মিথ্যা মামলা, হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে ময়নামতির দেবপুর-জিয়াপুর সড়ক এলাকায় ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী গাজী মনির হোসেন, তার পরিবার সহ ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী বলেন, ভূমিদস্যুতা, জবর দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপকর্মের বিরোধীতা এবং স্থানীয় ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক বিরোধের জেরে ৪নং ওয়ার্ড মেম্বার সোহেল রানা নানা ভাবে গাজী মনির হোসেন সহ এলাকার বেশকিছু নিরিহ পরিবারের ওপর নির্যাতন ও সাজানো মিথ্যা মামালা দিয়ে হয়রানী করে আসছে। স্থানীয় ইউপি সদস্য হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে নানা ভাবে এলাকার মানুষের ওপর জোর জুলুম করছে দীর্ঘদিন ধরেই। সোহেল মেম্বার ও তার ভাই তোফায়েলসহ তাদের বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। এরই প্রতিবাদে ৪নং ওয়ার্ডবাসী বুধবার দুপুরে দেবপুর জিয়াপুর সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বলে জানান তারা। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন স্থানীয় ফজলুল হক ফয়েজ, মফিজুল ইসলাম, শফিকুল রহমান, আজগর আলী, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, আবদু মিয়াসহ ময়নামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ইউপি সদস্য সোহেল গং এর মিথ্যা ও সাজানো মামলা হামালা ও হয়রানির হাত থেক রক্ষা পেতে জেলা পুলিশ সুপার, সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের সদয় দৃষ্টিআকর্ষণ করেন এলাকাবাসী।