মুহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় নুরুন্নবী চৌধুরী প্রকাশ জসীমউদ্দীন চৌধুরী নিলয় (৪০) নামের এক সংবাদকর্মী মারা গেছেন। বুধবার রাত আনুমানিক ৮.২০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘি ফকির বাজার এলাকায় মোটর সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ায় সময় চট্টগ্রামগামী অজ্ঞাতনামা গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সংবাদকর্মী উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মৃত আব্দুল খালেক এর। সে এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। সাংবাদিক নিলয় ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে স্ত্রী, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের চাচাতো ভাই ও চৌদ্দগ্রাম সরকারী হাসপাতাল সুত্রে জানায়, মহাসড়কের ফকির বাজার হয়ে বাড়ি আসার পথে চট্টগ্রামগামী অজ্ঞাত বাস চাপায় মাথায় আঘাত পায় নিলয়। এসময় তাৎক্ষণিক এক সিএনজি চালক তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়া বাজার হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দীন জানান, আমরা খবর পেয়ে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে আসি। লাশের প্রয়োজনীয় তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করি।
এদিকে সাংবাদিক নুরুন্নবী চৌধুরী ওরফে জসিম উদ্দিন চৌধুরী নিলয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী এবং সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। এক শোকবার্তায় তারা সাংবাদিক নিলয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।