কাবিলা বাজার হতে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৮ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের অবৈধ আতশবাজি জব্দ করা হয়।

কুমিল্লা জেলার কাবিলা বাজার হতে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩,০৮,০৮,০০০/- (তিন কোটি আট লক্ষ আট হাজার) টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ আতশবাজি আটক করা হয়েছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাবিলা বাজার নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং র‌্যাব সদ্যদের সমন্বয়ে ১ টি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মালিক বিহীন অবস্থায় ১৪,১৫,৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ আতশবাজি এবং অবৈধ মালামাল বহনকারী একটি ট্রাক আটক করা হয়।

https://www.facebook.com/share/v/1A9sPuYHeH/

যার সর্বমোট মূল্য- ৩,০৮,০৮,০০০/- (তিন কোটি আট লক্ষ আট হাজার) টাকা। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।