বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার শঙ্করপুর এলাকার মেসার্স এস আই বি বি নামের অবৈধ ইটভাটা অপসারনের দাবী জানিয়ে আসছিল এলাকাবাসী।
পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই এলাকার আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম  ইটভাটা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে ২০১৮ সাল থেকে।
পরিবেশ আইনের নীতিমালায় আবাসিক এলাকা থেকে ৩কিলোমিটার দুরত্বের মাঝে কোন ইটভাটা স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও, এই ইটভাটার ৩’শ গজের মধ্যে শত শত বাসা-বাড়ি ও দেশের অন্যতম বৃহৎ চক্ষু হাসপাতাল ও দুটি বৃহৎ আকারের মাদ্রাসার রয়েছে। দীর্ঘদিন ধরে পতিত আওয়ামী লীগ সরকারের দাপট দেখিয়ে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করে আসছে স্থানীয় আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে ইটভাটাটি বন্ধসহ শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানি আসছে এলাকার ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ ।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এস.আই. বি.বি ব্রিকফিল্ডে অভিযান চালায় যৌথবাহিনি। এসময় ভেঙ্গে ফেলা হয় অবৈধ ইট ভাটার চুল্লিসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। অবৈধ ইট ভাটার চুল্লিসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার সময় উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। রায়হান মোর্শেদ, সিনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তর,  কুমিল্লা।

ইট ভাটাটি ঘুরিয়ে দেয়ার কারনে এলাকার পরিবেশ দূষণসহ ফসলী জমি নষ্টের হাত থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন এলাকাবাসী।