অল্পকিছুক্ষণের জন্য মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম রূপ নিয়েছে উৎসবে, উদ্দেশ্য ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন। সবার আগে উপস্থিত হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। একে একে এলেন আফগান অধিনায়ক রশিদ খান এবং জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় তিন জাতির এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়ে তিন দেশের অধিনায়ককে নিয়ে। বাংলাদেশের নতুন জার্সিতে সাকিবকে লাগছিল বেশ। তাকে দেখে বোঝার উপায় নেই, কয়েকদিন আগেই আফগানদের বিপক্ষে টেস্টে নাস্তানাবুদ হয়েছেন। রশিদ-মাসাকাদজা এলে দুজনের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সাকিব।

কাল শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে তিন জাতির এই সিরিজ। ঢাকা ও চট্টগ্রামে তিন পর্বে অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল দুবার করে মুখোমুখি হবে। ঢাকায় প্রথম তিন ম্যাচ হওয়ার পর চট্টগ্রামে তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।