আশা জাগিয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ব্যক্তিগত ৪৪ রান করে গুলবাদিন নাইবের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ‘সাইল্যান্ট কিলার’ খ্যাত মাহমুদউল্লাহ। ২৪ রান করে মুজিবুর রহমানের বলে ফেরেন সাব্বির।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলাটি শুরু হয়।

বোলিং ভালো শুরু করলেও ব্যাটিংয়ে এসে বিপদে পড়ে টাইগার ব্যাটসম্যানরা। শুরুর দিকে পর পর লিটন, মুশফিক, সাকিব এবং সৌম্যকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৩ রানে ৫ উইকেট হারিয়েছে টিম টাইগার। ক্রিজে আছেন সাব্বির রহমান এবং তরুণ তুর্কি আফিফ।

এর আগে নিজেদের ইনিংসে ১৬৫ রান করে আফগানিস্তান। সর্বোচ্চ রান আসে নবীর ব্যাট থেকে। ৫৪ বলে ৮৫ রান করে অরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এ ছাড়া ৪০ রান করেন আসগর আফগান।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট নেন পেসার সাইফউদ্দিন। দুটি উইকেট নেন সাকিব আল হাসান।