প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার জনি খন্দকার। আদালত আজ মহিউদ্দিন আহমেদের জবানবন্দি রেকর্ড করেছেন।

তিনি আদালতকে বলেন, গতকাল বুধবার বেসরকারি টেলিভিশন ডিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

মামলার আরজিতে বলা হয়েছে, দুদুর এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ।

বাদীপক্ষের আইনজীবী ফিরোজুর রহমান বলেন, বাদী মহিউদ্দিন আহমেদ যে মামলা করেছেন সেই মামলায় আজই আদালত আদেশ দেবেন।