ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট দুই দল ঠিক হয়ে গেছে। গতকাল শুক্রবার আফগানিস্তানকে হারিয়ে সিরিজ থেকে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে। আগামী ২৪ তারিখ রশিদ খানদের প্রতিপক্ষ বাংলাদেশ। দুই দলের আজকের ম্যাচটা তাই নিয়মরক্ষার। কিন্তু আফগানদের কাছে টানা হেরে চলা বাংলাদেশের জন্য আজকের ম্যাচটাও তো ফাইনাল। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশে এসে একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে দেড় বছর আগে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটে তো তাদের বিপক্ষে টানা হারছে বাংলাদেশ। আজকের আগ পর্যন্ত টানা চার হার সাকিবদের। সব মিলিয়ে পাঁচ টি-টোয়েন্টিতে মাত্র এক জয়। চলমান ত্রিদেশীয় সিরিজে আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ কি পারবে দুই দলের মধ্যে ব্যবধানটা একটু কমাতে?

আসলে বাংলাদেশ মানসিকভাবেই অনেকটা পিছিয়ে থাকে। যে কারণে চলতি সিরিজে আফগানদের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অকপটে বলেছিলেন, বাংলাদেশের জন্য আফগানিস্তান টি-টোয়েন্টিতে অনেক বড় দল। দুই দলের ক্রিকেটীয় স্কিল ও মানসিকতায় ব্যবধান যথেষ্ট। সেই ব্যবধান ঘুচিয়ে কিভাবে আফগানদের হারানো যায়, উপায় খুঁজছে বাংলাদেশ।