বাংলাদেশে যতো বড় শিক্ষিত, ততো বড় দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০১৭ ও ২০১৮ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মঙ্গলবার বিকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এ দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করে ব্যাপক উন্নয়ন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সোনারগাঁ আত্মপ্রকাশের সাধারণ সম্পাদক মাছুম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্টানটি সঞ্চালনা করেন কলিমুল্লা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানী।

সোনারগাঁ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের উদ্যোগে ২০১৭ সালে ১৫টি বিদ্যালয়ের ৩৪ জন বৃত্তি পায়। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে সিনহা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনিরা আক্তার। ২০১৮ সালে ২৬টি বিদ্যালয়ের ৫০ জন বৃত্তি লাভ করে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনের ছাত্রী অনিকা আলমগীর।