চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল জুভেন্টাস। হিগুয়াইন-রোনালদো-বের্নাদেসসির গোলে জার্মানির লেভারকুজেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ তুরিনে লেভারকুজেনকে স্বাগত জানায় জুভেন্টাস। ম্যাচের ১৭ মিনিটেই হিগুয়াইনের গোলে লিড পেয়ে যায় তুরিনের ক্লাবটি। 

মাঝমাঠের কাছ থেকে উড়ে আসা বল ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করতে ব্যর্থ হন লেভারকুজেনের ডিফেন্ডার ইয়োনাথান। এ সময় দারুণ এক ছোঁয়ায় বলটি নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে প্রতিপক্ষের জালে বল পাঠন আর্জেন্টাইন ফরোয়ার্ড হিগুয়াইন।

এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় লেভারকুজেন। কিন্তু উল্টো ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হিগুয়াইন। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।  

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক আগুয়ানের কারণে গোলবঞ্চিত হতে হয় জুভেন্টাসকে। পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে এর চার মিনিট পরই দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মিডফিল্ডার ফেদ্রিকো বের্নাদেসসি। 

এরপরে ৭৫তম মিনিটে স্কোরলাইনে নাম লেখানোর আরেকটি সুযোগ নষ্ট করেন রোনালদো। এবারও তার কোনাকুনি শট  ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক আগুয়ান। 

শেষ পর্যন্ত ৮৮তম মিনিটে সাফল্যের দেখা পান রোনালদো। বদলি নামা পাওলো দিবালার দারুণ পাস ডি-বক্সে ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ শীর্ষে আছে জুভেন্টাস। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অ্যাথলেটিকো। এছাড়া ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে লোকোমোটিভ মস্কো। চারে থাকা লেভারকুজেন এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।