মৌসুমের শুরু থেকেই উড়তে থাকা লিভারপুল গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল। তবে পেনাল্টি থেকে পাওয়া শেষ মুহূর্তের গোলে লেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
আনফিল্ডে নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল লিভারপুল। তবে যোগ হওয়া সময়ের পঞ্চম মিনিটে একটি পেনাল্টি ম্যাচের ফলাফল পাল্টে দেয়। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডসরা। লিগে এ নিয়ে টানা ১৭তম ম্যাচ জিতল দলটি।
চেনা দর্শকদের সামনে ম্যাচের ৪০ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। জেমস মিলনারের পাস থেকে লেস্টারের জালে বল জড়িয়ে দেন সেনেগালিজ ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে লড়াই করতে থাকে লেস্টার। সফলতাও পেয়ে যায় তারা। ৮০ মিনিটে পেরেজের পাস থেকে ব্যবধানটা ১-১ করেন জেমস ম্যাডিসন।
সমতায় শেষ হতে যাওয়া ম্যাচটিতে নাটকীয়ভাবে লিভারপুলকে জয় এনে দেন মিলনার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় ইয়ুর্গেন ক্লপের দল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি মিলনার।
এই জয়ে ৮ ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৮ পয়েন্ট পেছনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (১৬)। পয়েন্ট ব্যবধান কমাতে রবিবার ইতিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে আতিথ্য দেবে সিটিজেনরা।