নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যেগে মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন, জেলা মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো. শওকত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনিছুজ্জামান, খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।

jal-(1)

ইউএনও সোহাগ হোসেন জানান, মা ইলিশ রক্ষায় অভিযানে উপজেলার বিশনন্দী থেকে শুরু করে কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মেঘনা নদীতে টহল দেয়া হয়। এ সময় আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় জেলেরা জাল রেখে পালিয়ে যায়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ ধরা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।