বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার জামিউস সানী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার দুপুরে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বুয়েট ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের অফিস বলে পরিচিত একটি কক্ষ সিলগালা করে দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পর এ পদক্ষেপ নেয়া হয়।
ত্র জানায়, বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানী বিশ্ববিদ্যালয়টির আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন। আর বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। মেহেদী হাসান রাসেল আবরার হত্যাকাণ্ডের অন্যতম নির্দেশদাতা। হত্যাকাণ্ডের দিন তিনি নিজে উপস্থিত ছিলেন। আবরার হত্যাকাণ্ডের দিন তাকে গ্রেপ্তার করে পুলিশ।