আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ২ রানে হারিয়ে দারুণ চমক দেখিয়েছে সিঙ্গাপুর। গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে এ বাছাইপর্ব শুরু হয়।

প্রথম দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে সিঙ্গাপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার চন্দ্রমহন।

জবাবে স্কটল্যান্ড ব্যাট করতে নেমে দুই ওপেনারের ৭০ রানের জুটির পরও ২০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান করলে ২ রানের অসাধারণ জয় পায় ক্রিকেটের নবীন দল সিঙ্গাপুর। সর্বোচ্চ ৪৬ রান আসে মুনসির ব্যাট থেকে।

সিঙ্গাপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভিজয়কুমার।