টেস্ট আর টি-টোয়েন্টির নেতৃত্ব হারিয়েছেন সরফরাজ আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের দায়টা তাঁর ওপরই চাপিয়েছে পিসিবি। এ জন্য টেস্ট আর টি-টোয়েন্টি দলেও নেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অবশ্য এভাবে সরফরাজকে ছেঁটে ফেলায় হতাশ পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা। 

সরফরাজের পাশে দাঁড়ালেন সাবেক অধিনায়ক মঈন খান। তিনি বলেন, ‘ব্যাট হাতে ছন্দে ফিরতে সময় দেওয়া উচিত ছিল ওকে। কারণ সরফরাজ অসাধারণ এক অধিনায়ক। ফর্ম হারালে সিনিয়রদের পাশে দাঁড়ানো উচিত পিসিবির।’

বাবর আজমকে টি-টোয়েন্টির অধিনায়ক করাটা মানতে পারছেন না সাবেক অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, ‘বাবর আজম নিজের জন্য খেলে। সরফরাজ কিন্তু দলের জন্য খেলত। দলের জন্য নিজের পছন্দের জায়গায় ব্যাটিংয়ে পাঠাত অন্য কাউকে। এভাবে বাদ পড়াটা প্রাপ্য ছিল না ওর।’ 

পাকিস্তানের সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম হলেও তাঁকে অধিনায়ক হিসেবে চান না কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদও। তিনি বলেন, ‘আজহারের টেস্ট অধিনায়ক হওয়াটা মানা যায়। কিন্তু বাবরকে টি-টোয়েন্টির নেতৃত্বে আনা ঠিক হয়নি। এটা ওর ব্যাটিংয়ের জন্য চাপের হবে।’

সাবেকদের এমন সমালোচনাতেই হয়তো এখনই সরফরাজকে চুক্তি থেকে বাদ দিচ্ছে না পিসিবি। বরং একটি সূত্র নিশ্চিত করেছে, সর্বোচ্চ বেতন পাওয়া ‘এ’ ক্যাটাগরিতেই থাকছেন তিনি। সূত্র : পিটিআই