সংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে এক লাখ টাকার সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি সানের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

শারীরিকভাবে বেশ অসুস্থ তিনি। গলায় ব্যথা, কিডনি ও হার্টও ভালো নেই। এমন শারীরিক অবস্থায় গান গাইতেও নিষেধ করেছেন চিকিৎসকরা। তবুও অদম্য তিনি। তিনি কাঙ্গালিনী সুফিয়া। 

ডেইলি সানের অনুষ্ঠানে এসে প্রসঙ্গক্রমে সহযোগিতার বিষয়টি জানিয়ে মেয়র আতিকুল বলেন, ‘আমি কাঙ্গালিনী সুফিয়ার অনেক বড় একজন ভক্ত। ছোটবেলা থেকেই তার গানের আমি ভক্ত। আজ অসুস্থতার খবর শুনে মনে হলো এই গুণী শিল্পীর জন্য আমার এগিয়ে আসা উচিৎ।’  

গুণী এ শিল্পী প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। গান রচনা করেছেন প্রায় ৫০০টি। তার জনপ্রিয় গানের তালিকায় আছে- ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারনে’, ‘কোন বা পথে নিতাই গঞ্জে যাই’ ইত্যাদি।

কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। ওই সময়ই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তফা মনোয়ার তাকে উপাধি দেন ‘কাঙ্গালিনী’। সেই থেকে তিনি কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান।