গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ফের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৮ অক্টোবর অনুষ্ঠিত ডি-ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ন্যাশনাল কারিকুলাম (ইংরেজি ভার্সন) পরীক্ষার্থীদের বাংলা অন্তর্ভূক্ত হয়নি।’

এতে বলা হেয়েছে, ‘কেবল ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষা আগামী ৬ নভেম্বর সকাল ১০টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ডি-ইউনিটের প্রার্থীতা বাতিল বলে গন্য হবে। পরীক্ষার পর দ্রুত ডি-ইউনিটের ফল প্রকাশ করা হয়ে।’

এ বিষয়ে বিস্তারিত তিথ্য পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।