তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অষ্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস হেরে ব্যাটিং করছে দলটি। তবে এবার দলকে নেতৃত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক বাবর আজম।

জানা গেছে, আগে ব্যাটিং নেমে শুরুতেই দুই টপঅর্ডারকে হারিয়ে বসে পাকিস্তান। ফখর জামান ০ আর হারিস সোহেল ৪ রানে আউট হন। এতে চাপে পড়ে পাকিস্তান। অবশ্য এ চাপ থেকে দলকে বের করার চেষ্টা করেন অধিনায়ক বাবর আজম ও মিডল অর্ডারে নামা মোহাম্মদ রিজওয়ান।  
 
তাদের এই চেস্টা অনেকটা সফল বলাই যায়। কারণ তাদের ব্যাটিং নৈপুন্যে দলীয় ৭০ রানের মাথায় তৃতীয় উইকেটে পতন ঘটে। আউট হওয়ার আগে রিজওয়ান করেন ৩১ রান।

৪৩ রানে অপরাজিত আছেন বাবর আজম। আর তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আসিফ আলী।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উকেটে ৮৮ রান।
পাকিস্তান একাদশ
ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), আসিফ আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ওহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান।

অষ্ট্রেলিয়া একাদশ:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, বেন ম্যাকডার্মট, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরি (উইকেট কিপার), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, মিচ স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা