ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।
এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ৬২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ভর্তি পরীক্ষা চলবে ৬ নভেম্বর (বুধবার) পর্যন্ত। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার দিনের প্রথম শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দিনের বাকি তিন শিফটে হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা। ৫ নভেম্বর চার শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চারটি ইউনিটের অধীন আটটি অনুষদের মোট ৩৪টি বিভাগে ভর্তি করা হবে ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী। এবারের মোট ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৯৪২ জন। প্রতি আসনের বিপরীতে ২৭ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।
এদিকে ভর্তি পরীক্ষায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে বিএনসিসি এবং রোভার স্কাউটের পাশাপাশি র্যাব ও পুলিশ সদস্যরা থাকবেন। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অপরাধ দমনের জন্য সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় দুর্নীতি দমনে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের ফটকে থাকছে মেটাল ডিটেক্টর। প্রধান ফটক থেকে প্রবেশের সময় সবাইকে যেতে হবে আর্চওয়ে গেট পার হয়ে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, আমরা ৩৪টি বিভাগের নির্ধারিত আসনে সর্বোচ্চ মেধাবীদের ভর্তি করাতে চাই। ভর্তি জালিয়াতি ও যেকোনো ধরনের অসঙ্গতি ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।