সাংবাদিক রফিকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ আলী আক্কাস সঙ্গীয় অফিসার, এএসআই(নিরস্ত্র)/ গোলাম সরওয়ার ও ফোর্সসহ ০৪/১২/২০১৯ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোসাঃ কুলসুম আক্তার সখি (৩২), স্বামী-মোঃ ফারুক মিয়া প্রকাশ আব্দুল হক, পিতা-মোঃ সামছু মিয়া, ২। আলেয়া বেগম (৩২), স্বামী-মোঃ সেলিম, উভয় সাং-আনোয়ারপুর বন্দের বাড়ী, থানা-আখাউড়া, ৩। মোঃ সাইফুল ইসলাম সাগর (২৫), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-চান্দি, ছয়গরিয়াহাটি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের. সদর মডেল থানাধীন মাছিহাতা ইউপিস্থ চিনাইর রেলগেইটের পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৯ (ঊনত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত মাদক দ্রব্য (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-১২, তাং-০৪/১২/২০১৯ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করাসহ বিজ্ঞ আদালতে সোর্পাদ করার ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।