ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক হাতে প্রার্থীরা নির্বাচনে প্রচারে নামবেন আজ থেকেই।

শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন তৌফিক জাহিদুর রহমান।

আর বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন জুলহাস উদ্দিন।

এ ছাড়া কমিউনিস্ট পার্টি মনোনীতে আহমেদ সাজেদুল হক পেয়েছেন কাস্তে মার্কা, প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহিন খান পেয়েছেন বাঘ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ হাতপাখা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন আম। 

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর সিটি করপোরশেরন (ডিএনসিসি) এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।