ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ১৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করছেন। এ সময় স্মার্ট ঢাকা সিটি গড়ে তুলতে যা যা করণীয় সবই করা হবে মন্তব্য করে নগরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নগরবাসীর কাছে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।  

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় কচুক্ষেত বাজারের স্বাধীনতা চত্বর থেকে আতিকের নির্বাচনী গণসংযোগ শুরু হয়।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নৌকা মার্কার লিফলেট দিয়ে আসন্ন নির্বাচনে তাদের কাছে ভোট চেয়ে তিনি বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি নির্বাচিত হলে স্মার্ট ঢাকা সিটি গড়ে তোলা হবে। এজন্য যা যা করণীয় সবই করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে ‘সবার ঢাকা অ্যাপ’ তৈরি করা হবে। এই অ্যাপের মাধ্যমে রাজধানীবাসী তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন। সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’