ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মনিটরিং সেল থেকে এসব অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ১৪, ১৫, ১৬,১৭, ১৮,২২,২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৫৫,৫৬, ৫৭ বিএনপির সব এজেন্ট বের করে দিয়েছে। কলাবাগানে ১৭ নাম্বার ওয়ার্ডে দুই  কর্মীকে আটকের অভিযোগ করেছে মনিটরিং সেল। এরা হলেন  রাজীব, আনোয়ার। এ ছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে জরিনা শিকদার স্কুলের এক এজেন্ট রাজীব হোসেনকে আটক করেছে।