বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যতই অনিয়ম হোক নির্বাচন থেকে সরে দাঁড়াব না। মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নেব না।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

মির্জা আব্বাস ব‌লেন, কেন্দ্র দখলের পরও ভোটের ফল কি হয় তা শেষ পর্যন্ত আমরা দেখব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়া ছিল আমাদের ভুল সিদ্ধান্ত। আমরা সেখান থে‌কে শিক্ষা নি‌য়ে‌ছি, এবার মাঠ ছাড়ার আত্মঘাতী সিদ্ধান্ত নেব না।

বিএনপির দুই কাউন্সিলর প্রার্থীকে মারধর করা হয়েছে জা‌নি‌য়ে তিনি শাহবাগ এলাকার বিএনপির মনোনীত মহিলা প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বিএনপির কাউন্সিলর প্রার্থী মির্জা আসলাম আসিফ উপস্থিত ছিলেন।