ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে‌ ইভিএম দিয়ে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে ভোট চুরির অভিযোগে এনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি।

এরই প্রতিবাদে রোববার ঢাকা মহানগরীতে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করে‌ দলটি ।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফউদ্দিন জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল।


মিছিলটি বারিধারা প্রগতি সরণি থেকে শুরু করে নতুন বাজারে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি চান।

হরতালের সমর্থনে মিছিলে ১৮নং ওয়ার্ডের বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

মিছিলে আরও যোগ দেন, গুলশান থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল খান রুবেল, ১৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি জাকির গুলশান থানা যুবদল নেতা রাজু, সুমন দেওয়ান, নজির ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা অন্তর, বিপ্লব সহ আরো অনেকে।