তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রচার সংখ্যায় তৃতীয় শীর্ষ স্থানে আছে দৈনিক কালের কণ্ঠ। এছাড়া প্রচার সংখ্যায় শীর্ষ স্থানে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দ্বিতীয় স্থানে প্রথম আলো রয়েছে। ওই তিনটি ছাড়াও দৈনিক যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল ও সংবাদের প্রচার সংখ্যা দুই লাখের উপরে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সদস্য বেনজীর আহমদ। 

লিখিত জবাবে তথ্যমন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে প্রচলিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ২৭৭টি। এরমধ্যে জাতীয় বাংলা দৈনিক ২১৮টি, আঞ্চলিক বাংলা দৈনিক ২৯৩টি এবং ইংরেজি দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি। 

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, দেশে ইংরেজী দৈনিক পত্রিকার সংখ্যা ৪০টি। এরমধ্যে ৪৪ হাজার ৮১৪টি প্রচার সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে দি ডেইলি স্টার। ৪১ হাজার প্রচার সংখ্যা নিয়ে একই অবস্থানে আছে দি ডেইলি সান ও ফিনান্সিয়াল এক্সপ্রেস। ৪০ হাজার ৬শ’ প্রচার সংখ্যা নিয়ে তৃতীয় স্থানে আছে ঢাকা ট্রিবিউন। 

এছাড়া বাংলা দৈনিকগুলোর মধ্যে ভোরের কাগজ, আমাদের নতুন সময়, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানব জমিন, ভোরের ডাক, আমার বার্তা, আলোকিত বাংলাদেশ, ভোরের পাতা, নবচেতনা, ঢাকা প্রতিদিন, বর্তমান, মুক্ত খবর, আজকালের খবর, আজকের বিজনেস বাংলাদেশ, বণিক বার্তা, জনতা, খোলাকাগজ, গণকণ্ঠ, জনবাণী, সকালের সময়, হাজারিকা প্রতিদিন, স্বাধীন বাংলা, সংবাদ প্রতিদিন, ভোরের দর্পণ, সময়ের আলো, যায়যায়দিন, আমার সময়, লাখোকণ্ঠ, গণমুক্তি, বাংলাদেশের আলো, শেয়ার বিজ কড়চা, খবর ও সমাজ সংবাদ প্রচার সংখ্যা লাখের ওপরে আছে।

অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ জানান, বর্তমান সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যার মাধ্যমে সরকার অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিকদের বিশেষ আর্থিক ও চিকিৎসা সুবিধা প্রদান করছেন। 

তিনি আরো জানান, ইতোমধ্যে ৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা হয়েছে। ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নকারী পত্রিকা সমূহে সমান হারে বিজ্ঞাপন প্রদান করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

চলচ্চিত্র শিল্পীদের জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠনের কাজ এগিয়ে চলছে বলেও তিনি জানান।