রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। মাঝেমধ্যেই সীমান্তে যুদ্ধ চলছে। কিন্তু দুই দেশের সাধারণ মানুষ এমনকী ক্রিকেটাদের মধ্যে রয়েছে বিপুল সৌহার্দ্য। এবার ভারতের সাবেক তারকা যুবরাজ সিং এবং সাবেক পাকিস্তানি হার্ডহিটার শহিদ আফ্রিদি দুই দেশের মাঝে ক্রিকেট চালুর ব্যাপারে যৌথ বিবৃতি দিয়েছেন। তাদের মতে, যত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে, ততই ক্রিকেটেরই উপকার হবে।
একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাতকারে যুবরাজ বলেছেন, ‘আমার এখনও মনে আছে ২০০৪, ২০০৬ এবং ২০০৮ সালে পাকিস্তানের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলাম। এখন আর হয় না। তবে এ সব ব্যাপার তো আর আমাদের হাতে নেই। আমরা ভালোবেসে ক্রিকেট খেলি। কাদের বিপক্ষে খেলব, সেটা আমরা ঠিক করতে পারি না। শুধু এটুকু বলব, যত বেশি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ হবে, তত খেলাটার ভালো হবে।’
প্রায় একই সুরে কথা বলেছেন শহিদ আফ্রিদিও, ‘আমার মনে হয়, ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সিরিজ হলে সেটা অ্যাশেজের চেয়েও আকর্ষণীয় হবে। তবে সেটা তো এখন আর হচ্ছে না। খেলাটার প্রতি সাধারণ মানুষের যে ভালবাসা আছে, সেখানে আমরা রাজনীতিকে ঢুকিয়ে দিচ্ছি। ক্রিকেটের স্বার্থে দুই দেশকেই কিছু ব্যাপার ভুলে যেতে হবে। সেইসঙ্গে মুখোমুখি বসে উদ্ভুত সমস্যার সমাধান করতে হবে।’