গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে চোট পেলেও খেলা চালিয়ে যান নেইমার। এরপর ক্রমে তার চোটের বিষয়টি স্পষ্ট হয়। এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করা হয় দুই দিন পর।
পিএসজির পক্ষ থেকে ২৮ বছর বয়সী নেইমার লিগ ওয়ানে আমিয়াঁর বিপক্ষে খেলছেন না এটা নিশ্চিত করা হয়েছে।
তবে এখনই নয়, চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ।
দলটির কোচ টমাস টুখেল এ বিষয়ে বলেন, ‘নেইমারকে নিয়ে আমিয়াঁর বিপক্ষে আমরা ঝুঁকি নিচ্ছি না, এটা নিশ্চিত। আমাদের শক্তিশালী একটা দল আছে। তাই যদি সামান্য দ্বিধাও থাকে তাহলে আমরা ঝুঁকি নেব না।’
ফরাসি চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে খেলবে। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই বুধবার দিজোঁকে ৬-১ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে ওঠে পিএসজি। সেই খেলাতেও অনিশ্চিত নেইমার। যদিও তিনি এখন দলের সঙ্গে অনুশীলন করছেন।