ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু ২৪ ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাস বাড়ানো জয় পেয়েছে সালমা খাতুনের দল। গতকাল ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারায় তারা। বাংলাদেশের ৮ উইকেটে ১১১ রানের জবাবে ১৯.৪ ওভারে ১০৬-এ গুটিয়ে যায় শক্তিশালী পাকিস্তান। ম্যাচ শেষে তাই আশাবাদের কথাই শোনালেন সালমা, ‘পাকিস্তানের বিপক্ষে জয়টা আত্মবিশ্বাস বাড়িয়েছে সবার। বিশ্বকাপের শুরুটা ভালো করতে চাই আমরা।’
পাকিস্তানকে হারানোটা আত্মবিশ্বাসে জ্বালানি জোগালেও উন্নতির জায়গা দেখছেন সালমা, ‘শেষ ৫ ওভারে আমরা বেশি রান তুলতে পারিনি। বোলাররা পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে ইয়র্কারের ব্যবহার ঠিকভাবে করতে পারেনি। আমাদের কাজ করতে হবে এই জায়গাগুলোতে।’
টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১১ রানই করতে পারে সালমার দল। ইনিংসের শুরু করা মুর্শিদা খাতুন ৩৮ বলে ৪৩, ফারজানা হক ৩১ বলে ২১ আর রিতু মনির ব্যাট থেকে আসে হার না মানা ১৭। জবাবে ১৫ ওভারে ৫ উইকেটে ৭৮ করেছিল পাকিস্তান। ১৬তম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান খাদিজাতুল কুবরা। এর পরও ম্যাচ জিততে শেষ ওভারে ১০ রান লাগত বিসমাহ মারুফের দলের, হাতে ২ উইকেট। জাহানারা আলম ৪ রান দিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে দুজনকে ফিরিয়ে এনে দেন রোমাঞ্চকর জয়। জাহানারার উইকেট ৪টি। খাদিজাতুল কুবরা ৩ আর সালমা খাতুনের শিকার ২ উইকেট।
গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে কোনো জয় নেই বাংলাদেশ নারী দলের। ২০১৪ সালে নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপে জয় শুধু শ্রীলঙ্কার বিপক্ষে। সেই লঙ্কানরা এবারও আছে বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘এ’তে। আরো আছে ভারত, স্বাগতিক ও চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর দুইবারের রানার্স-আপ নিউজিল্যান্ড। আজ সিডনিতে দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপের। কঠিন এই গ্রুপ থেকে সেমিফাইনাল খেলাটা চ্যালেঞ্জের সালমার দলের।