টেস্ট অঙ্গনে যাত্রাটা সুখকর হচ্ছে না তরুণ সাইফ হাসানের জন্য। পাকিস্তানের মাটিতে দুই ইনিংসে ব্যর্থতার পর দেশের মাটিতেও তার ইনিংস বড় হয়নি। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ভিক্টর নাউচির বলে ফিরেছেন মাত্র ৮ রান করে। ১৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের সঙ্গী হয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন প্রিন্স মাসভাউরে (৬৪) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন।
বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১০), সিকান্দার রাজা (১৮) বড় ইনিংস খেলতে পারেননি। তবে সবার বিপরীতে দাঁড়িয়ে ২১৩ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় দিন প্রথম সেশনেই অল-আউট হয় জিম্বাবুয়ে। ৪টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ আর নাঈম হাসান। ২টি নিয়েছেন তাইজুল।