ইন্দুরকানী (জিয়ানগর) সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত।

পিরোজপুর প্রতিনিধি, মোঃ খালেদ খান

১২ ই মার্চ বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ইন্দুরকানী- পিরোজপুর সড়কের টগড়া মোর এলাকায় পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলে আরোহিত কলেজ ছাত্র নাঈম (১৮) কে ধাক্কা দেয়, গুরুতর আহত অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসারত অবস্থায় কিছু সময় পর ইন্তেকাল করেন, নিহত কলেজ ছাত্র পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে,
নাঈম ইন্দুরকানী সরকারী কলেজের বি এ তৃতীয় বর্ষের ছাত্র।