রাজধানীর মহাখালীতে একটি পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল আহসান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। আগুনের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার সকালে মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক ঘর পুড়ে যায়। আহত হন অন্তত তিনজন।