পিরোজপুর প্রতিনিধি: মোঃ খালেদ খান
পিরোজপুর জেলার ৫টি উপজেলায় বিদেশ ফেরত ৩২ জন প্রবাসীকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলায় ১৯ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন, পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, এবং নেছারাবাদ উপজেলায় ১ জনকে হোম কোয়ারিন্টিনে রাখা হয়েছে। উক্ত প্রবাসীরা সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ইতালি এবং ভারত থেকে এসেছেন। আর এসকল প্রবাসীরা যাতে ১৪ দিন ঘরের মধ্যে আলাদা থাকে সেই বিষয়টি মনিটরিং করার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপি সদস্য, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের সিভিল সার্জন। এ দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ৪টি বেড এবং অন্যান্য আরও ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটিতে ২টি বেডের আইসোলেসন ইউনিট খোলা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি তদারকির জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে ১১ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সাথে ৪ জন ডাক্তরের সমন্বয়ে র্যাপিড রেসপন্স টিমও গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।