পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদে অভিযান চালিয়ে একটি মাছ ধরা ট্রলার থেকে ডগ প্রজাতির ২০ মণ হাঙর জব্দ করেছে পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে এফবি আল-আমীন ট্রলার থেকে ১৫ লাখ টাকা মূল্যের হাঙরগুলো জব্দ করে।
আজ বেলা দেড়টায় কলাপাড়া বন কর্মকর্তার কাছে হাঙরগুলো হস্তান্তর করা হলে তারা পুড়িয়ে ফেলে। এসময় কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ট্রলার মালিক মো. আল-আমীনসহ অন্যান্য জেলেদের এই ধরনের জলজ প্রাণী শিকার না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া বন কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন।
সাগরে বিভিন্ন প্রজাতির হাঙর রয়েছে। জব্দকৃত হাঙরগুলো সেন্ডি বা ডগ প্রজাতির। এগুলো দলগত ভাবে চলাচল করায় জেলেদের জালে আটকে পরে এবং এগুলো সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইঞ্চি দৈর্ঘ্যরে হয়ে থাকে বলে মৎস্য বিভাগের কর্মকর্তাগণ নিশ্চিত করেছেন।