করোনাভাইরাস সংক্রমণের ভয়ে অন্যান্য সব কারখানা সাধারণ ছুটি ঘোষণা করলেও শিপমেন্টের অজুহাতে খোলা রাখা হয়েছিল তাইওয়ানের মালিকানাধীন প্রতিষ্ঠান জিংশেং সুজও ইন্টিমেট অ্যাপারেলস। পরে শ্রমিকদের আন্দোলনের মুখে আজ রবিবার দুপুরে এই দুই কারখানাও আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের সবগুলো কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে। তবে যেসব কারখানা শিপমেন্ট করতে চাইবে তাদের সে সুযোগ দেওয়া হবে বলে জানালেন কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেছবাহ।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে কর্ণফুলী ইপিজেডের চালু থাকা ৪২টি কারখানার মধ্যে শিপমেন্টের চাপের কারণে রবিবার ৬টি কারখানা খোলা রাখা হয়েছিল। যদিও শ্রমিক উপস্থিতি ছিল কম। ফলে দুপুরের মধ্যে জিংশেনসুজ ও ইন্টিমেট অ্যাপারেলস ছাড়া অন্য কারখানাগুলোও ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির খবর চাউর হওয়ার পর দুপুর দেড়টায় জিংশেন সুদে কর্মরত প্রায় ৬ হাজার শ্রমিক কারখানা বন্ধের দাবিতে আন্দোলনে নামে। পরে আন্দোলনের মুখে কারখানা কর্তৃপক্ষ আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। আন্দোলনের খবরে চালু থাকা ইন্টিমেট অ্যাপারেলসও বন্ধ ঘোষণাকরা হয়।
শ্রমিক আন্দোলনের কথা নিশ্চিত করে কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ কালের কণ্ঠকে বলেন, ‘এই ইপিজেডে চালু থাকা ৪২টি কারখানার সবগুলোতেই সাধারণ ছুটি কার্যকর হয়েছে। আগামী ৫ তারিখ যথা নিয়মে কারখানা আবার চালু হবে। তবে যাদের জরুরি শিপমেন্ট আছে সেগুলো করতে পারবেন।‘