এক বছর পর চালু হচ্ছে সিইউএফএল

দীর্ঘ এক বছরের বেশি সময় সংস্কারের জন্য বন্ধ থাকার পর শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে চালু করা হয়েছিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। প্রায় তিন ঘন্টা চলার পর হঠাৎ আবারো বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন কাজ।

আজ রবিবার সকালে আবারো কারখানা চালু করা হবে।

জানা গেছে, শুক্রবার রাতে সার কারখানার একটি পাইপ লাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হওয়ায় তাৎক্ষণিকভাবে কারখানার উৎপাদন বন্ধ করে দেন কর্মকর্তারা। 

২০১৯ সালের মার্চের শেষ দিকে কারখানার যন্ত্রপাতির সংস্কার কাজের জন্য বন্ধ করা হয় সিইউএফএল। দীর্ঘ এক বছর তিনদিন পর শুক্রবার রাতে কারখানায় সার উৎপাদন শুরু হলে এমোনিয়া গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। এতে বিঘ্ন ঘটে সার উৎপাদনে। চালুর তিন ঘন্টার মধ্যেই বন্ধ করে দিতে হয় কারখানা।

 এ প্রসঙ্গে জানতে সিইউএফএল’র মহাব্যবস্থাপক (অপারেশন) হারুন উর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, প্ল্যান্টের এমোনিয়া লাইনে লিকেজ ধরা পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে কারখানা। এখন লিকেজ সারনোর কাজ চলছে। রবিবার সকালে আবারো কারখানা চালু করা হবে।