সরকারি সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে বেপজা নিয়ন্ত্রিত দেশের ৮ ইপিজেড আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েবাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘বেপজা এবং ইপিজেডের বিনিয়োকারীদের সংগঠনের নেতৃবৃন্দের যৌথ আলোচনায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিইপ্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্যতীত ইপিজেডের অন্যান্য কারখানাগুলো ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘
জানা গেছে, দেশের ৮ ইপিজেডের ৪৪৭টি কারখানার মধ্যে ৩০৮টির শ্রমিকরা তাদের মার্চ মাসের বেতন-ভাতা পেয়ে গেছেন। ৩৪টি কারখানা আগামীকাল রবিবার বেতন পরিশোধ করবেন। বাকী কারখানাগুলো আগামী ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মার্চমাসের বেতন পরিশোধ করবেন বলে বেপজা মহাব্যবস্থাপক জানান।
প্রসঙ্গত, দেশের ৮ ইপিজেডে বর্তমানে বাংলাদেশসহ ৩৮ দেশের ৪৪৭ কারখানায় প্রায় ৫ লাখ শ্রমিক কর্মরত।