তওবা পড়ানো হলো মাজেদ’কে

আজ রাত ১২টা এক মিনিটে কার্যকর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি।

এরইমধ্যে কারাগারে ঢুকেছেন ঢাকা জেলার ডিসি আইজি প্রিজন্স অতিরিক্ত আইজি প্রিজন্স সিভিল সার্জন।

মাজেদকে তওবা পড়িয়েছেন একজন ইমাম। তখন তিনি কান্নাকাটি করেছেন। তবে তার স্ত্রী এখন পর্যন্ত কারাগারে পৌঁছাননি। তার স্ত্রীকে মাজেদের লাশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।