চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে সরকারি ত্রাণ পেতে নাম অন্তর্ভুক্তের সময় ২০ এপ্রিল পর্যন্ত

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে ২০ এপ্রিলের মধ্যে ত্রাণ গ্রহণেচ্ছুদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মাধ্যমে পরিচালিত সরকারি ত্রাণ-সামগ্রী বিতরণ কার্যক্রমে এখনও পর্যন্ত যে সকল গরিব এবং কর্মহীন অস্বচ্ছল পরিবার তালিকাভুক্ত হননি। ওয়ার্ড কাউন্সিলরের কাছে তাদের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ শুক্রবার এক বিবৃতিতে সিটি মেয়র বলেন, এরই মধ্যে যারা নাম অন্তর্ভুক্ত করবেন না তারা সরকারি ত্রাণ কার্যক্রমের বাইরে থেকে যাবেন। তিনি বলেন, ইতোমধ্যে সরকারিভাবে ৫ শত ৯০ টন খাদ্য সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে ১ শত ৯০ টন বণ্টন করা হয়েছে। এ সপ্তাহের মধ্যে বাকী ৪ শত টন বিলি করা হবে। এ দফায় মোট ১ লক্ষ ১৮ হাজার পরিবার ত্রাণ পাবে।

বিবৃতিতে আরো বলা হয়, নগরীর ৪১টি ওয়ার্ডে তালিকাভূক্ত গরিব ও অস্বচ্ছল পরিবারের মাঝে চসিক ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সরকারি ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তবে তালিকাভূক্ত না হওয়ায় এখনও পর্যন্ত অনেক গরিব ও কর্মহীন অস্বচ্ছল পরিবার ত্রাণ-সামগ্রী বিতরণ কার্যক্রমের বাইরে রয়ে গেছেন। সরকারের লক্ষ্য হচ্ছে প্রত্যেক গরিব ও অস্বচ্ছল পরিবারের ঘরে ঘরে আপদকালীন ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া। সরকারি ভাণ্ডারে যথেষ্ট ত্রাণ-সামগ্রী মওজুদ আছে ও সরবরাহ অব্যাহত আছে বিধায় কারো অভুক্ত থাকার আশংকা নেই। প্রত্যেক গরিব ও কর্মহীন অস্বচ্ছল পরিবারের তালিকা হালনাগাদ করে দুর্যোগ নিরসন না হওয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে নগরীতে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।