লেখক আদিল মাহমুদ

ঘৃনিত করোনা”র ঝুঁকিতে মানুষ আজ লক্ষ্যভ্রষ্ট,
ভালো করে চিন্তা করলেই বুঝা যাবে সৃষ্টির কষ্ট,
যদিও মোরা শিক্ষিত, অমানবিকতা সত্যিই স্পষ্ট,
দশের স্বার্থকে বাদ দিয়ে, কর্মকে করোনা বিনষ্ট।

বিশ্বে কোভিড সমস্যা,স্বাস্থ্য সচেতনতা মানছে না,
সবাই আজ পাগল প্রায়,ভ্যাকসিন”ও আসছে না,
লক্ষ -‘মানুষের মৃত্যুর মাঝে, যুদ্ধাবস্থা থামছে না,
এ অবস্থায় দুমুঠো খেয়ে,বাঁচার বিকল্প থাকে না।

তবুও,বিপদগ্রস্থকে ছেড়ে দিয়ে পালিয়ে যেও না।
বিশ্ব জুড়ে অশান্তি, তার উপর মহামারী”করোনা”
“ধরা”য় মহা খাদ্য সংকট, অমিতব্যয়ী হইও না,
পেটভরে নিজেখেয়ে,অন্যকেও নাখাইয়ে রেখোনা।

কোভিড১৯কে ঘৃনা করো,মোটেও ভয়পেতে যেও না,
অবহেলার ছলে “ভাইরাস”কে অন্যত্র ছড়িও না,
অনুৎসাহী হয়ে,করোনা পরীক্ষায় পিছু থেকো না।
“ভাইরাস” আর রহমানেরই সৃষ্টি, ভুলে যেও না,

ভ্যাকসিন তৈরিতে সহায়তা করো, তবেই শান্তনা,
মানুষ যে সৃষ্টির সেরা “মহামারী”তা মানবেই না।
সবই “এক”এর সৃষ্টি, আল কাহারকে ভুলবে না।

লেখক
আদিল মাহমুদ
ইন্সপেক্টর তদন্ত
পরশুরাম থানা