শাহাদাত হোসেন ভূইয়া নোয়াখালী প্রতিনিধি :
সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপু গ্রামে গতকাল বিকালে চরবাতনিয়া নামক জায়গায় গাছ কাটকে কেন্দ্র করে আ মন্নান ও তাঁর ৪ ছেলে মিলে প্রতিবেশি ইসমাইল ও তাঁর ৮০ বছরের বৃদ্ধ মাকে দেশির অস্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এতে ইসমাইল ছাড়াও আরও ৩ জন গুরুত্বর আহত হয়।ঈসমাইলের মায়ের অবস্থা আশংকাজনক।বর্তমানে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে।ঘটনার প্রতাক্ষ্যদর্শীরা জানায় ঈসমাইলের বসতবিটায় আবদুল মান্নান কিছু কলা গাছ ও কিছু ফলের গাছ লাগায়।অনেক দিন থেকে ঈসমাইল তাঁর প্রতিবেশি আবদুল মন্নানকে বলে আসছে গাছগুলো সরানোর জন্য কিন্তু মন্নান তাঁর কথায় কানেই নেয় না।গতকাল যখন ঈসমাইল গাছগুলো কাটতে যায় তখনই আবদুল মন্নান ও তাঁর ৪ ছেলে মিলে ঈসমাইলের পরিবারের উপর দেশীয় অস্র নিয়ে কোপাতে থাকে এতে গুরুত্বর আহত হয় ঈসমাইলের বৃদ্ধ মা সহ ৪ জন।সবাইকে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।ঈসমালের মায়ের অবস্থা আশংকাজনক।এলাকাবাসীরা আরও অভিযোগ করেন অনেকদিন থেকে আবদুল মন্নান ও তাঁর ছেলেদের অত্যাচারে আশেপাশের মানুষ অতিষ্ঠ।আবদুল মন্নানের ছেলেরা এতোটাই বেপরোয়া হয়ে গেছে কোন বিচার বা কাউকে মানে না।এই সম্পর্কে জানতে চাওয়া হল সাবেক চেয়ারম্যান শাহজাহান সাহেবের কাছে।জনাব শাহাজাহান সাহেব বলেন মন্নান এবং তাঁর ছেলেদের একটা বিচার আমার কাছে বিচারাধীন।মন্নানের ছেলেরা হঠাৎ কেন এতো বেপরোয়া হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তারা তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো তাই ভাবতেছে টাকা দিয়ে সব কিছু কেনা যাবে এই কারনে কাউকে তারা মানে না।আবদুল মন্নান ও তাঁর ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আশে পাশের ২০/২৫ টা পরিবার।