নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে আনারুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া চিকিৎসকের ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার ফার্মেসির প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ওষুধ অকেজো করা হয়েছে।
আনারুল ইসলাম উপজেলার গোবিন্দবাটি গ্রামের রহিম উদ্দীনের ছেলে। রোববার দুপুরে উপজেলার মহিলা কলেজ রোড হাজী মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।
সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন বলেন, হাজী মার্কেটের একটি ফার্মেসিতে আনারুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়। পরে আনারুল ইসলাম কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তার ফার্মেসিতে থাকা প্রায় লক্ষাধিক টাকার অবৈধ ওষুধ অকেজো করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল প্রমুখ।