৩নং রসুলপুর ইউনিয়নে রাতের আঁধারে ঈদ উপহার বিতরন কাযর্ক্রম অব্যাহত

কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ৩নং রসুলপুর ইউনিয়নের এক দল তরুন রাতের অন্ধকারে চতুর্থ দিনের মতো কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন ঈদ উপহার আর এ কাজটি চালিয়ে যাচ্ছেন রসুলপুর সমাজ কল্যান যুব সংগঠন ।

সংগঠনের সাধারন সম্পাদক মো:গোলাম কাদির সরকার ও সাংগঠনিক সম্পাদক মো মেহেদি হাসান বাবুল এবং ভারপ্রাপ্ত সভাপতি মো ইমরানুর রহমান পারভেজ সহ সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টা মন্ডলির সকলে দিন রাত মেধা ও শ্রম দিয়ে এ কাজ সম্পাদন করছেন বলে জানিয়েছেন সংগঠনের প্রচার সম্পাদক মো শিপন আহমেদ ।

এক বিবৃতিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো ফারুক আহমেদ উচ্চকন্ঠকে জানিয়েছেন সাধারন মানুষের পাশে থেকে দেশ ও দশের কল্যানের জন্য কাজ করাই হলো আমাদের লক্ষ । বিশ্বব্যপি মহামারি করোনা (কভিট -১৯) যখন দিন দিন লাফিয়ে বাড়ছে মানুষ ঘড় থেকে বের হতে পারছে না ঠিক ঐ সময়ে রসুলপুর সমাজকল্যাণ যুব সংগঠনের একদল তরুন জীবনের মায়া তুচ্ছ করে ইউনিয়নের মানুষের মুখে হাসি ফুটাতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ।

সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সরকার আমাদের মুঠো ফোনে জানিয়েছেন “এটা একটা সামাজিক এবং রাজনৈতিক মুক্ত সংগঠন যেখানে অত্র ইউনিয়নের সকল ধর্ম,গোত্র, ছোট-বড় নির্বিশেষে সবাই হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে কি কিন্তু একদল মিথ্যাবাদি ফেইসবুক ব্যবহারকারী গুষ্টি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার পর ও আমরা তাদের এ অপপ্রচারকে পুঁজি করে সামনে এগিয়ে যাচ্ছি এবং যাব ইনশাআল্লাহ ।

সংগঠনের সহ পরিচালনা ও ব্যবস্হা বিষয়ক সম্পাদক মো সুহেল রানা জানিয়েছেন প্রয়োজনে আমাদের উন্নয়নমূলক কাজ ঈদের দিন সহ অন্য সকল দিনের মত অব্যহত থাকবে । সংগঠনের সভাপতি রয়েল মাহমুদ বাবু জানিয়েছেন সমাজের সকল অশুভ কাজকে থমকে দিয়ে তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তরুনরা ।আগামীতে তরুনদের আরো উৎসাহী হয়ে কাজ করার আহব্বান জানান ।

সংগঠনের পক্ষ থেকে সকল মিথ্যা অপপ্রচার ও ভন্ডামির বিরুদ্ধে অতিব শিগ্রই কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছে ।যাতে কোন ভাবেই আর কোন নতুন সুজন নেট ও চৌধুরী সারোয়ার এর মত কুলাঙ্গার সমাজের তথা ইউনিয়নের উন্নয়নে অপপ্রচার না চালাতে পারে ।