সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে কাজী লুতফুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেসরকারি সংস্থা ‘আশা’ ও ‘বিজ’র কিস্তি আদায়কারীর ৪ কর্মীকে চার হাজার টাকা এবং ৪ ফলের দোকানীকে ছয় হাজার টাকা জরিমানাদেশ ধার্য করেছেন।
জানা গেছে,আজ(বুধবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।জরিমানা কর্তৃক প্রাপ্তরা হলেন-‘আশা’ এনজিও’র সুন্দরগঞ্জ ব্রাঞ্চ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম(৪৮), সহকারী ব্যবস্থাপক নুর আহম্মেদ সরকার(৫০) এবং ‘বিজ’ এনজিও’র সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম(৩৫) ও ফজলে রাব্বী(২৮)।এদেরকে মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদানে বাধিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান।এছাড়া সুন্দরগঞ্জ পৌর শহরে নির্ধারিত সময়ের পরও ফলের দোকান খোলা রেখে নির্বিঘ্নে বেচাকেনা করার দায়ে ৪ জন ফল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরা হলেন-সুন্দরগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডের শফিউল হোসেনের পুত্র-সোহেল রানা(২৫),৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের হোসেন আলীর পুত্র-রুবেল মিয়া(২৮) এবং একই গ্রামের মেনাজ উদ্দীনের পুত্র-শফিউল ইসলাম(৩৯) ও হোসেন আলীর পুত্র-আব্দর রহিম মিয়া(৫২)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানিয়েছেন,সরকারী আদেশ অমান্য করে এনজিও’র কর্মীরা কিস্তি আদায় করায় এবং ব্যবসা-প্রতিষ্ঠান ৪টার পরও খোলা রাখায় এই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।