মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি
ভাঙ্গা উপজেলায় বাজার এবং ব্যবসায় প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে ।
আজ ১০.০৬.২০ তারিখে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রকিবুর রহমান খান এর সাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উক্ত নির্দেশনায় বলা হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে ভাঙ্গা উপজেলার সকল বাজারের মাছ,মাংস,কাঁচা বাজার,সকল দোকান ব্যবসায় প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্য্যন্ত খোলা থাকবে। দুপুর ১২টার পরে শুধু মাত্র ঔষুধের দোকান খোলা থাকবে। এই আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উলেক্ষ্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করার জন্য সকলের নিকট আহ্বান জানানো হয়।
ফরিদপুর জেলার মধ্যে ভাঙ্গা উপজেলায় করোনার প্রাদুর্ভাব হঠাৎ করেই বৃদ্ধি পাওয়ায় প্রশাসন এর এই নির্দেশনা এই ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা হলেও রোধ করবে বলে মনে করেন। সেই সাথে সকল জনসাধারনকে সচেতনতা বৃ্দ্ধি করতে হবে । স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক ব্যবহারি নিশ্চিত করতে হবে আইন অমান্যকারীকে আইনের আওতায় আনতে হবে বলে মনের করেন সচেতন সমাজ।