সানাউল্লাহ, দোহা (কাতার)প্রতিনিধি
এ বছর বাংলাদেশ থেকে কাতারে কাজের ভিসায় এসেছেন মাত্র তিন হাজার ৫০৩ জন বাংলাদেশি, যা গত বছরের এই সময়ে আগত বাংলাদেশি কর্মীসংখ্যার প্রায় দশ ভাগের এক ভাগ (৯.৭১)। গত বছরের (জানুয়ারি-জুন) সময়ে কাতারে এসেছিলেন ৩৬ হাজার ৭০ জন বাংলাদেশি কর্মী। কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ বলেন, বিশ্বজুড়ে করোনার প্রভাব পড়ছে, কাতারও এর বাইরে নয়, ফলে কর্মীসংখ্যা কমে আসাটা স্বাভাবিক। তবে কাতারে সাম্প্রতিক সময়ে অদক্ষ শ্রমিকের চাহিাদ হ্রাস পেয়েছে এটা সত্য। বিপরীতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। কাতারে বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে দূতাবাস, জানান রাষ্ট্রদূত। গত বছর ২০১৯ সালে কাতারে এসেছেন অর্ধলক্ষাধিক বাংলাদেশি। এঁদের মোট সংখ্যা ছিল ৫০ হাজার ২৯২ জন।