আজ শুক্রবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন — গোলাবাড়ি পোদ্দারবাড়ি ১ নং ওয়ার্ডের মো. গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন (৩৭), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৯)।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাস্টারপাড়া পল্লী বিদ্যুৎ রোডের বাড়িটি থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশের একটি সূত্র ঢাকা ট্রিবিউনকে জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বছরখানেক আগে ওই বাড়িটিতে বসবাস করা শুরু করে পরিবারটি।
গত দু’দিন ধরে বাড়িটি বাইরে থেকে বন্ধ ছিল। শুক্রবার সকালে কাজিরনের মা সেখানে গেলে বাড়িটি তালাবদ্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজনকে ডাকতে শুরু করেন। সাড়া না পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে মরদেহ ৪টি উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, চারটি মরদেহই ক্ষত-বিক্ষত অবস্থায় পড়ে ছিল।
ঘটনার তদন্তে বাড়িটি সিল করেছে পুলিশ। ঘাতকদের খুঁজতে তদন্ত শুরু করা হয়েছে।
মধুপুর সার্কেল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরান হোসেন জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষায়িত দল তদন্তের উদ্দেশে ঘটনাস্থলে রওনা হয়েছে।