করোনাভাইরাসের টিকা

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসের টিকার প্রবেশাধিকার নিশ্চিত করতে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করছে চীন, বুধবার এ কথা জানিয়েছে মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশের মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে এই অঙ্গীকার করেছে চীন।

মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘চীনা পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছেন, তার দেশে তৈরি হওয়া টিকা বিশ্বের সবার পণ্য হবে এবং তার দেশ এই অঞ্চলের দেশগুলোতে টিকার প্রবেশাধিকার ও প্রাপ্তি নিশ্চিতে ১০০ কোটি ডলার ঋণ দেবে।’

মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্দ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সভাপতিত্বে এই সভায় মহামারির প্রভাব মোকাবিলায় আরও বৃহত্তর পরিসরে সহযোগিতার ব্যাপারে আলোচনা করেন মন্ত্রীরা। আর্জেন্টিনা, বার্বাডোজ, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডোমিনিক প্রজাতন্ত্র, ইকুয়েডর, পানামা, পেরু, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ের মন্ত্রীরা ছিলেন সেখানে।

তবে চীনের তৈরি টিকা কবে থেকে পাওয়া যাবে কিংবা কীভাবে বণ্টন করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এই সভায়।